সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

কামাল খাঁর ছড়া


লেজ
 
টান দিলে সোজা হয়
ছেড়ে দিলে বাঁকা,
লেজটার ধর্মই
বাঁকা হয়ে থাকা।
 
সযতনে প্রতিদিন 
তাতে মাখো ঘি,
টান দিয়ে ধরে রেখে 
কাজ হবে কী?
 
কুকুরের লেজে আছে 
আমাদের মিল,
 সব শ্রম নস্যাৎ
 যদি পড়ে ঢিল।
 
 
(ছড়াটি কবির কাঠের মানুষ বই থেকে নেয়া)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ