সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

  মনিরুজ্জামান মনিরের ছড়া


 আমার বই


আমার বইতে ফুল আঁকা 
ছোট নদীর কূল আঁকা।
 ছড়ায় ছড়ায় হই চই
 আমার আছে মজার বই।
 
আমার বইতে পাখির ঠোঁট
নতুন নতুন টাকার নোট।
সকাল সন্ধা বসে রই
আমার আছে পড়ার বই।
 
বইতে সহজ গল্প আছে
কঠিন পড়াও অল্প আছে। 
আমি কিন্তু মূর্খ নই 
আমার আছে অনেক বই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ