এই বুকটা বাংলাদেশ-
উচ্ছ্বাসে উত্তাল,
এই বুকটা সবুজ ভোর-
ভোরের ডানা লাল।
এই বুকটা ডিসেম্বর-
স্বর্গ-সুধাময়,
এই বুকটা গৌরবের-
সুখগুলো অক্ষয়।
সৌধ এবং শহিদ মিনার
এই বুকটার বুক,
এই বুকটা হাজার বুকের
স্বপ্নে জাগরূক।
এই বুকটা আনন্দের
কান্নাভেজা গান,
এই বুকটা গর্জে ওঠা
রেসকোর্স ময়দান।

0 মন্তব্যসমূহ