বুকের ভেতর
বুকের ভেতর জুঁই-চামেলিবকুল-রজনীগন্ধা
বুকের ভেতর সকাল-দুপুর-বিকেল মায়াবীসন্ধ্যা ।
বুকের ভেতর অসীম আকাশ সাগর-পাহাড়-ছড়া
বুকের ভেতর রবি-নজরুল কবিতার বই পড়া ।
বুকের ভেতর দোয়েল-কোকিল পিউপাপিয়ার গান
বুকের ভেতর দখিন হাওয়া সবুজ মাঠের ধান ।
বুকের ভেতর মেঠো আলপথ, বাজে রাখালের বাঁশি
বুকের ভেতর পূর্ণিমা রাত, ভরা জোছনার হাসি ।
বুকের ভেতর পদ্মা-মেঘনা-যমুনার কলতান
বুকের
ভেতর
গ্রীষ্ম-বর্ষা
বসন্তের আহ্বান
।
বুকের ভেতর বাদল-দিনের তুমুল বৃষ্টিপাত
বুকের ভেতর বাউল গানের মুখরে মুগ্ধ রাত।
ভেতর বুকের পালতোলা নাও,ভাটিয়ালি জারি-সারি
বুকের ভেতর পিতামহের স্বপ্নে বানানো বাড়ি ।
বুকের ভেতর সেই শৈশব, হইচই ছেলেবেলা
বুকের
ভেতর
ফেলে
আসা
দিন
অফুরান
অবহেলা
।
বুকের ভেতর খলসে-পুঁটি দুরন্ত ঝাঁপাঝাঁপি
বুকের
ভেতর
বৈশাখী
মেলা
বাধাহীন লাফালাফি।
বুকের ভেতর কানামাছি খেলা গোল্লাছুটের দিন
বুকের ভেতর বাবা-মা-স্বজন শিক্ষাগুরুর ঋণ ।
বুকের ভেতর শহিদ মিনার, একুশের রাজপথ
বুকের ভেতর বীর বাঙালির অবিচল হিম্মত ।
বুকের ভেতর প্রিয় স্বাধীনতা, যুদ্ধের নয়মাস
বুকের
ভেতর
স্বদেশপ্রীতি শান্তিতে বসবাস।
বুকের ভেতর তোলা আছে সব, এইসব প্রিয় রত্ন
এই বুকে হাত রেখে চিরদিন করে যেতে চাই যত্ন।
নুরুল ইসলাম বাবুল, সহকারী শিক্ষক,
বিলচান্দক সরকারি প্রাথমিক বিদ্যালয়,
উপজেলা- ফরিদপুর, জেলা -পাবনা ০১৭১৪-৫৫৯৪০৩

0 মন্তব্যসমূহ