সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

আখতারুল ইসলামের কিশোর কবিতা


 

 

 

 

 

 

 আমাদের খুকি

আমাদের খুকিটার ঢেউ ভাঙা হাসিতে
ইতি উতি ঘোরাঘুরি খুকখুক কাশিতে
কী যে মজা হয়
দূরে থাকে ভয়।
কথাগুলো মিষ্টি যে সুর তোলা বাঁশিতে
তার হাসি মুখখানা চাই ভালোবাসিতে।

মুখে যেনো রোদ ঝরে চিক চিক আলোতে
ভেসে ওঠে চাঁদমুখ আঁধারের কালোতে।
বই নিয়ে নাড়াচাড়া চায় কত আঁকতে
আধো আধো বোলে চায় নাম ধরে ডাকতে।

তারা হয়ে ভেসে থাকে অই দূর আকাশে
কোথা যেনো খুঁজে পায় পরিদের পাখা সে।
সবই আছে তার পাশে একা সে তো নয় রে
একদিন পৃথিবীটা করবে সে জয় রে।


যোগাযোগ, আখতারুল ইসলাম
আইকো, কদমমোবারক বাই লেন।
মোমিন রোড, চট্টগ্রাম।
মোবাইল:০১৮১৯০২১০৩৬
ইমেলaktarulislam004@gmail.com

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ