সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

কবির কাঞ্চনের ছড়া


                  

 

 

 

 

 

 

 

ইঁদুরছানার ধোকা

 

তিন বছরের ছোট্ট খোকার 

দাঁত পড়েছে তিনটা 

কোথায় গেলে ইঁদুর পাবে 

 করছে সে তা চিন্তা। 

 

 দাঁতগুলো তার হাতের মুঠোয়

 ঝরছে তাতে রক্ত

 কয় না কথা কারোর সাথে

ঠোঁটকে রেখে শক্ত। 

 

 রক্ত দেখে খোকার মায়ের 

যায় ফেটে যায় বুকটা

 খোকা দেখে তার ব্যথাতে 

ফ্যাকাশে মা' মুখটা। 

 

হেসে ওঠে খোকা বলে 

হয়নি আমার কিছু

 ছুটছি নতুন দাঁতের জন্য

 ইঁদুরছানার পিছু। 

 

 মিষ্টি হেসে মায়ে বলেন 

 ওরে আমার খোকা

 ইঁদুরছানা দাঁত দেবে না 

 দেবে শুধু ধোকা।

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ