দেশের ছবি
ছুটে বেড়াই
পুকুর ঘাটে
সবুজ মাঠে
রোদের পিছু,
একলা আমি
ঘুরে ঘুরে
দূরে দূরে
এবং কিছু-
সময় কাটে
নদীর জলে
বটের তলে
ফড়িং হাতে,
একটু বসে
আবার ছুটি
বাঁধন জুটি
মেঘের সাথে।
হঠাৎ দেখি
বৃষ্টি নামে
দূরের গ্রামে
ঘরের দাওয়ায়,
মনে মনে
রঙিন ঘুড়ি
ভীষণ উড়ি
দমকা হাওয়ায়।
থামতে গেলে
রূপবতী
প্রজাপতি
খেলতে আসে,
তখন আমি
ঝুড়ি ঝুড়ি
ফুলের কুঁড়ি
দূর্বাঘাসে।
সাঁঝের বেলা
আসি ফিরে
মায়ের নীড়ে
সকল ভুলে,
পায়ে মেখে
পথের ধূলি
রঙের তুলি
দু-আঙ্গুলে।
আঁকতে গিয়ে
পাতায় পাতায়
আঁকার খাতায়
আঁকি সবই,
আম্মু বলে-
রঙে-রেখায়
এমন দেখায়
দেশের ছবি।

0 মন্তব্যসমূহ