সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

মাসুম আওয়ালের ছড়া


 

 

 

 

 

 

 আবদার


উল্টো সোজা বুঝেও কী আর

চুপ করে যায় থাকা,

দেখতে আমরা ছোট্ট মোট্ট

বুদ্ধিতে বেশ পাকা।

  

পড়ার সময় পড়তে বসি

খেলার সময় খেলি,

বড়দেরও ভুল হয় খুব

আমরা ধরে ফেলি।

 

ভুল ধরাতে গিয়ে প্রচুর

খেতে হচ্ছে ঝাড়ি,

যাই না দমে চিল্লে মাথায়

তুলি সারা বাড়ি।

 

পুরোনো সব জারি জুরি

করতে হবে শেষ,

বড়দেরও শুনতে হবে

শিশুর উপদেশ।

  

আমরা শিশু আমরা কিশোর

অনেক হলো শাষণ,

দিচ্ছি স্বাধীনতার জন্য

টুলের উপর ভাষণ।

 

যখন যা চাই দিতেই হবে

চিপস পুরি চকলেট,

তুলবো শ্লোগান যদি বলো

খারাপ হবে পেট।

 

ঠান্ডা লাগা দাঁতে পোকার

করিনাতো ভয়,

কেক পেস্টির সঙ্গে খাবো

আইসক্রিমও নিশ্চয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ