সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

মাসুম আওয়ালের ছড়া


 মা‌য়ের ছায়ায়
 
 মা‌য়ের ম‌তো বিশাল কো‌নো বৃক্ষ
 বিশ্ব ঘু‌রে কোথাও পাইনি খুঁ‌জে
 মা‌য়ের ছায়ায় যায় থাকা যায় শুধু
 নি‌শ্চি‌ন্তে ঘু‌মি‌য়ে দ‌ু`‌চোখ বুঁ‌জে।
 
 অন‌্য য‌তো গা‌ছের কথাই ব‌লো
 সকল গা‌ছের নি‌চেই আ‌ছে ভয়,
 বৃক্ষ ত‌লে মি‌লুক যতই ছায়া 
বৃক্ষ কী আর মা‌য়ের ম‌তো হয়।
 
 আ‌মি কেবল আগ‌লে রা‌খি মা‌কে 
খোকা হ‌য়ে ঘু‌রি মা‌য়ের পা‌শে
 মা ব‌লে, তুই বড় হ‌বি ক‌বে?
  ব‌লেই অবাক চাঁ‌দের ম‌তো হা‌সে।
 
 মাথার উপর মা‌য়ের শা‌ড়ির আঁচল 
এই ছায়া‌তেই আমার য‌তো সুখ 
মা কখ‌নো আনমনা হয় য‌দি
 দেখ‌তে থা‌কি মা‌য়ের সোনা মুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ