মায়ের ছায়ায়
মায়ের মতো বিশাল কোনো বৃক্ষ
বিশ্ব ঘুরে কোথাও পাইনি খুঁজে
মায়ের ছায়ায় যায় থাকা যায় শুধু
নিশ্চিন্তে ঘুমিয়ে দু`চোখ বুঁজে।
অন্য যতো গাছের কথাই বলো
সকল গাছের নিচেই আছে ভয়,
বৃক্ষ তলে মিলুক যতই ছায়া
বৃক্ষ কী আর মায়ের মতো হয়।
আমি কেবল আগলে রাখি মাকে
খোকা হয়ে ঘুরি মায়ের পাশে
মা বলে,
তুই বড় হবি কবে?
বলেই অবাক চাঁদের মতো হাসে। মাথার উপর মায়ের শাড়ির আঁচল
এই ছায়াতেই আমার যতো সুখ
মা কখনো আনমনা হয় যদি
দেখতে থাকি মায়ের সোনা মুখ।

0 মন্তব্যসমূহ