সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

কবির কাঞ্চন


 ফুলপাখিদের সই


আমি হলাম ফুল পাখি আর
প্রজাপতির সই
বন বাদাড়ে নিত্য করি
আনন্দ হইচই।

ফুলের কাছে পাখির কাছে
যেই না আমি রই
ওদের মাঝে নিজকে সঁপে
ওদের আমি হই।

ওদের ছাড়া যখন আমি
একলা ঘরে রই
তখন যেনো আমার ভেতর
আমার আমি নই।

ওদের সাথে খেলি আমি
ওদের সাথে রই
ওদের সাথে আমি আমার
প্রাণের কথা কই।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ