সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

নাজমুল খানের ছড়া

সবাই ডাক্তার 


 

পৃথিবীতে একটি পেশার

মানুষ বেশি আছে,

 কোন সে পেশার? আজ আমি তা

বলছি তোমার কাছে।

 

গঞ্জে পাবে মজুর, শ্রমিক

কৃষক শ্যামল গাঁয়ে,

খোঁজ পাওয়া ভার ইঞ্জিনিয়ার

মাঝি জাহাজ, নায়ে।

 

গুনতে পারবে হাতের কড়ায়

 'জন শিক্ষাগুরু,

গুনবে কামার? শেষ যে হবে

করার আগেই শুরু!

 

মৎসজীবী, ধোপা, মুচি

পড়ে না আজ চোখে,

 বিজ্ঞানীদের নামতালিকা

বইয়ে পড়ে লোকে!

 

এখন বলি যত মানুষ

একটি পরিবারে,

এক বা অধিক রোগের ওষুধ

বলতে সবাই পারে!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ