ইঁদুর ছানা
ইঁদুর ছানা নয় তো কানা
কানার মতো ভাব ধরে।
একটা ইঁদুর লম্ফ দিলে
পিছনে সব লাফ ধরে।
চড়ার ইঁদুর মরার ইঁদুর
ধানের শীষের প্যাক করে।
বালিশ কাঁথা কাগজ পত্র
কেটে কুটে এ্যাক করে।
সোলা ইঁদুর কোলা ইঁদুর
বিড়াল দেখলে ভয় করে।
পোষা বিড়াল না থাকলে
নয়কে ওরা ছয় করে।।
জন্তিহার, ফরিদপুর, পাবনা ।
০১৭২১৮৪৯৮১৮

0 মন্তব্যসমূহ