(1)
সত্য
কথন
কে
যে
সত্য
কে
যে
মিথ্যা
বোঝা
বড়
মুশকিল,
সত্যবাদীর পক্ষে
গিয়েও
কেউ
খেয়ে
যায়
ঘুশ-কিল!
কেউ পরেছে
মুখোশ
ভাইরে
আসল
নকল
চেনা
দায়,
পদ
পুরস্কার কত
কিছু
দাম
দিয়ে
আজ
কেনা
যায়!
কেউ
ভুলেছে
বুকের
ভেতর
মনুষ্যত্ব জাগাতে,
স্বার্থে যদি
টান
পড়ে
যায়
ঘৃণা
ছড়ায়
আঘাতে!
(2)
ভিলেন
একটা সময় মুখোশ পরে
হয়তো নায়ক ছিলেন,
হঠাৎ মুখোশ খুলে পরায়
হয়ে গেছেন ভিলেন!
মান সন্মান পেশির জোরে
পেয়েছিলেন কি না,
এখন তিনি কর্ম গুণে
পান মানুষের ঘৃণা

0 মন্তব্যসমূহ