সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

নূর মোহাম্মদ দীনের ছড়া


 
সোনালী ধান

 
ধান পাকিলে ধান কাটিলে
কৃষাণরা হয় ব্যস্ত
 দিনে রাতে ধান মাড়াইয়ে
 যায় বেলা তার অস্ত।
 
 ধান কাটিতে যায় গো কৃষক
আপন হাতে কাস্তে
চোখে মুখে দেখায় তাদের
আনন্দ আর হাসতে !
 
ধানের বোঝা নিয়ে বাড়ি
দেখি যখন আসতে
কত্ত সুন্দর দেখায় তখন
বোঝাতে ধান নাচতে !
 
 ধানে ধানে উঠোন দুয়ার
থাকে যখন ভরতে
ইচ্ছে করে সোনালী ধান
একটু ছুঁয়ে ধরতে !

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ