সোনালী
ধান
ধান পাকিলে
ধান
কাটিলে
কৃষাণরা
হয়
ব্যস্ত
দিনে রাতে ধান মাড়াইয়ে
যায় বেলা তার অস্ত।
ধান কাটিতে
যায়
গো
কৃষক
আপন হাতে কাস্তে
চোখে মুখে দেখায় তাদের
আনন্দ আর হাসতে
!
দেখি যখন আসতে
কত্ত সুন্দর
দেখায়
তখন
বোঝাতে
ধান
নাচতে
!
ধানে ধানে উঠোন দুয়ার
থাকে যখন ভরতে
ইচ্ছে করে সোনালী
ধান
একটু ছুঁয়ে ধরতে !

0 মন্তব্যসমূহ