গরু মারল ল্যাং
পটকা মামা কিনতে গরু
গেল গরুর হাট
হাটে গিয়ে দেখল মামা
হাট তো জমজমাট।
সঙ্গে ছিল ক্যামেরাটা
সিক্স মেগাপিক্সেল
আগুন আগুন তুলবে ছবি
কেউ পাবে না বেল।
শর্ট ভিডিও ছাড়বে মামা
ফেইসবুকে কাল
মুহূর্তেরই মাঝে মামা
হবে যে ভাইরাল।
গরুর সাথে তুলল ছবি
বলল মামা বেশ
কিন্তু গরু ভীষণ ভাবে
রেগে—মেগে শেষ।
এসব কাণ্ড দেখে গরুর
মাথা হল হ্যাং
শেষমেশ তাই মামাকে যে
মারল জোরে ল্যাং।
ল্যাং খেয়ে তো পটকা মামার
জ্ঞান হারাল হায়!
হুঁশ ফিরলেই দেখে মামা
শুয়ে বিছানায়।

0 মন্তব্যসমূহ