লেখাপড়া
মন দিয়ে লেখাপড়া
পড়ো খুকু বই
বই জ্ঞান বৃদ্ধির
যাদুকরী মই।
পড়ার মাঝে আনলে
মনোযোগ অতি
বড় হবে বেড়ে যাবে
জীবনের গতি।
জ্ঞানী গুণী আজ যারা
আছে এ ভুবনে
সখ্য ছিলো তাদের
বইয়ের সনে।
অবসরে খেলাধুলা
নিয়মিত পড়ো
রুটিন মাফিক রোজ
জীবন'টা গড়ো ।

0 মন্তব্যসমূহ