সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

জালাল জাবিরের ছড়া


 

 

 

 

 

 

 

 বন্ধু বানাও 

 

 বন্ধু বানাও এমন মানুষ

 বন্ধু বানাও তাঁরে,

 ভালো-মন্দ সবসময়ই

  কাছে পাবে যারে।


 যে তোমাকে আগলে রাখে

 যেমন রাখে ছায়া,

 তাঁর উপরই হোক না তোমার

  শ্রদ্ধা-প্রীতি-মায়া। 


 যে তোমাকে খুঁজে বেড়ায়

 একটু আড়াল হলে,

 নিসন্দেহে যেতে পার

 সেই বন্ধুর দলে। 


 যে তোমাকে জিতিয়ে দেয়

  তোমার জন্য হারে,

 বন্ধু বানাও এমন মানুষ 

 বন্ধু বানাও তাঁরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ