যাসনে খোকা
আদর সোহাগ দেইনি বলে
খোকার মুখটা ভারি
ভাত না খেয়ে প্রাণের খোকা
যাচ্ছে ছেড়ে বাড়ি।
ওরে খোকা হসনে বোকা
যাসনে বাঁধন ছিড়ে
রাগটা ভুলে মায়ের বুকে
আয় না বাবা ফিরে।
তোরে ছাড়া একা একা
থাকবো কেমন করে
ভুল হবে না এখন থেকে আদর দিবো ভরে।কিনে দিবো খেলনা গাড়ি
আরও নতুন জামা
দোহাই লাগে লক্ষ্মীসোনা
রাগ'টা একটু থামা।
আমায় ছেড়ে দূরে গেলে
যাবো আমি মরে
একলা পথে আসবে বিপদ
দুঃখ দিবে ভরে।
হাসু
কবির
কালিয়াকৈড়, উল্লাপাড়া,সিরাজগঞ্জ।
০১৭১০২৯৯৭৫১

0 মন্তব্যসমূহ