সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

হাসু কবিরের ছড়া

 

 

 

 

 

 

যাসনে খোকা


আদর সোহাগ দেইনি বলে

খোকার মুখটা ভারি

ভাত না খেয়ে প্রাণের খোকা

 যাচ্ছে ছেড়ে বাড়ি।

 

 ওরে খোকা হসনে বোকা

 যাসনে বাঁধন ছিড়ে

রাগটা ভুলে মায়ের বুকে

আয় না বাবা ফিরে।

 

তোরে ছাড়া একা একা

 থাকবো কেমন করে

ভুল হবে না এখন থেকে

আদর দিবো ভরে।

 

 কিনে দিবো খেলনা গাড়ি

 আরও নতুন জামা

দোহাই লাগে লক্ষ্মীসোনা

রাগ'টা একটু থামা।

 

 আমায় ছেড়ে দূরে গেলে

 যাবো আমি মরে

একলা পথে আসবে বিপদ

দুঃখ দিবে ভরে।

 

 


হাসু
কবির

কালিয়াকৈড়, উল্লাপাড়া,সিরাজগঞ্জ।  

০১৭১০২৯৯৭৫১

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ