কী যে গরম
কী রোদ্দুর কী যে গরম
যাচ্ছি ঘেমে ভিজে চরম ।
সূর্য বুঝি নামলো পৃথিবীতে
আহ কী দারুণ কী মনোরম ।
এমন রোদ আর এমন গরম
আসতো যদি শীতে!
0 মন্তব্যসমূহ