বর্ষাকালে
মোঃ মনিরুজ্জামান মনির
বর্ষা কালে
খালে বিলে,
শাপলা তুলি
সবাই মিলে।
গায়ের বধূ
ভীষণ লাজে,
মুখটি লুকায়
শাড়ির ভাঁজে।
বৃষ্টি পড়ে
কদম ফুলে,
রাঙ্গা ভাবীর
লম্বা চুলে।
মেঘের ভেলা
মাথার উপর,
বৃষ্টি পড়ে
সকাল দুপুর।
বকের সারি
যাচ্ছে উড়ে,
যেতে হবে
অনেক দূরে।
ডিঙি ভাসে
ঢেউয়ের তালে ,
এমন দৃশ্য
বর্ষা কালে।
জন্তিহার, ফরিদপুর, পাবনা। ০১৭২১৮৪৯৮১৮

0 মন্তব্যসমূহ