পূর্ণিমা
নুরুল ইসলাম বাবুল
নুরুল ইসলাম বাবুল
পূর্ণিমা রাত এলে নিভে রাখি দীপ
চাঁদমামা সারারাত এঁকে দেয় টিপ।
চাঁদমামা সারারাত এঁকে দেয় টিপ।
সেই রাতে দাদু খোলে গল্পের ঝাঁপি
দেও-দানো দৈত্যের, শুনে ভয়ে কাঁপি
নীলপরি লালপরি করে নাচানাচি
চাঁদমামা নেমে আসে খুব কাছাকাছি।
জোছনায় গাছে গাছে ফেলে আলোছায়া
চারিদিকে লেগে থাকে অপরূপ মায়া,
সুবাসিত ফুলগুলো বিলি করে ঘ্রান
এত সব আয়োজনে ভরে ওঠে প্রাণ।
এইভাবে পূর্ণিমা আসে যতবার-
অপূর্ব রূপখানি খুঁজে পাই তার।
0 মন্তব্যসমূহ