মন্টু মিয়ার সুখ দুঃখমন্টু মিয়ার আপন কেহ নাই
তাই সে আমায় ডাকে বড়ভাই।
বাড়ি ছিল তিস্তা নদীর পাড়
ছোট্ট হলেও সুখেরই সংসার।
হঠাৎ এসে আকাশভাঙা ঝড়
উড়িয়ে নিলো ছোট্ট বাড়িঘর!
শ্রাবন মাসের সর্বনাশা বানে
স্বপ্ন ভাসে তুমুল স্রোতের টানে! কোনমতে প্রাণ বেঁচেছে ঠিক
কিন্তু যে হায় বিপদ চতুর্দিক!
হারিয়ে গেল মাথা গোঁজার ঠাঁই
আঁধার চোখে আলোর দেখা নাই!
করবে কী সে কোথায় যাবে হায়
ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচানো দায়!
এমনি করেই দিনের পরে দিন
কাটিয়ে দিলো ঠাঁই ঠিকানাহীন!
অনেক ঘুরে ঢাকায় এলো যেই
চাকরি পেল আমার গ্যারেজেই।
কষ্ট করেই অনেক বছর পার
ধীরে ধীরে সুদিন এলো তার।
রইল না আর কষ্ট অবশেষ
মন্টু এখন ভালই আছে বেশ।
কে বলে তার আপন কেহ নাই?
আমি বলি, সে আমারই ভাই।
0 মন্তব্যসমূহ