যদি ফিরত আবার!
শাহরিয়ার মাসুম
এমন যদি হতো!
তুমি আগের মতো;
আমার ভীষণ জ্বরের ঘোরে
কিংবা শীতল শিউলি ভোরে
একলা আমার শিয়র ঘেষে
ঘ্রাণ জড়ানো মুগ্ধ কেশে
আলতো করে বসলে তুমি মাগো;
এমন যদি হতো!
দুঃখ ব্যথা যত;
কোমল হাতে মুছিয়ে দিলে
কিংবা মায়ায় ঘুঁচিয়ে দিলে
আমার কাছে এসে এসে
মিষ্টি করে হেসে হেসে
বলতে আমায়–‘এবার সোনা জাগো।’
তখন কেমন হত!
হাসছ অবিরত;
বলছ আমায়– ‘আস্ত বোকা
আমার মানিক, আমার খোকা
আজ হয়েছে কত্ত বড়!
হয় না ভয়ে জড়সড়
গহিন রাতেও একলা ঘুমায় খাটে;
ধরো তারার মতো
ফুটলে শত শত;
আলোর ভাষায় ডাকলে আমায়
ঘুম পাড়ানো সারেগামায়
আমিও মনের কপাট খুলে
মান অভিমান সকল ভুলে
মগ্ন হলাম তোমার দারুণ পাঠে।
তখন কেমন হতো!
ধরো তোতার মতো;
তোমায় পেয়ে বাঁধন তুলে
মন কাগজের দিস্তা খুলে
বলছি কথা অনর্গলে
মিষ্টি পাখির কলরোলে
নিবিড় হয়ে গভীর মনোযোগে;
এমন যদি হতো!
ধরো পাখির মতো
আবার তুমি উড়ে উড়ে
উদয় হলে আকাশ ফুঁড়ে
বসলে আমার জানলা পাশেই
তপ্ত রোদের বোশেখ মাসেই
তালপাখাটার শীতল হাওয়া যোগে।
তখন কেমন হতো?
ধরো আলোর মতো;
হঠাৎ করেই এক ঝলকে
কিংবা চোখের নেক পলকে
আমায় নিলে বুকে আবার
সেই অনাবিল সুখে আবার
তোমার প্রিয় ঘ্রাণে ঘ্রাণে
জাগত আমার প্রাণে প্রাণে
নতুন দিনের কোমল ভোরের সাড়া;
তখন আমার যত
দুঃখ ব্যথা ক্ষত;
তোমায় পেয়ে উড়েই যেত
হাওয়ায় ভেসে দূরেই যেত
তোমার চাঁদের মুখটি দেখে
শুভ্র হাসি গায়ে মেখে
হতাম আমি তোমার সবুজ চারা।
১৫.০৫.২০২৩

0 মন্তব্যসমূহ