হারিয়ে যাওয়া মা
প্রজাপতি যাচ্ছ কোথায়?
কোন নদীটির বাঁকে?
বলতে পারো কোথায় পাবো
হারিয়ে যাওয়া মাকে?
খুকুমণি ছোট্ট আমি
কী আর জানি বলো?
পাখি যদি বলতে পারে
চট করে যাই চলো।
ভোরের পাখি খোলো আঁখি
খুকু তোমায় ডাকে
কোথায় খুঁজে পাবো খুকুর
হারানো সেই মাকে?
বলল পাখি— তোমার মা যে
খুব সুখেতেই আছে
আকাশ পাড়ে থাকে তিনি
চাঁদ-তারাদের কাছে।
রোজ নিশীথে তোমার গালে
মিষ্টি চুমু আঁকে
আমরা তখন দেখি তোমার
হারিয়ে যাওয়া মাকে।

0 মন্তব্যসমূহ