সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

মস্তোফা জামাল জানীর ছড়া


 

মস্তোফা জামাল জানী 

 

 

  

অলিক মনা


 
রাগ করেনা অলিক মনা 
মন করনা ভার 
পাখির সাথে সখ্য তোমার 
বন্ধু যে সবার।
 
শাপলা পদ্ম হাসনাহেনা
তোমার সাথে লেনাদেনা।
 
অবুঝ মনের বায়না
অলিক কথা কয়না।
 
 টুকটুকে এক লালপরি
 না হয় পদ্ম জলপরি
 
 শিশির ভেজা মাঠে
 অলিক মনা হাটে।
 
সব অভিমান ভুলে
 হাসি ঝরুক ফুলে।
 
খিলখিলিয়ে হাসো 
মাকে ভালোবাসো।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ