চোরাকাহিনী
চুরি করে খায় যে কলা
কিচ্ছু তারে যায় না বলা
ধরতে গেলে উল্টো ডলা
আর না হলে কাটবে গলা
চোরায় জানে ছলাকলা
চোরের মায়ের বড় গলা।
পরের জিনিস করে চুরি
চোর করে ফের বাহাদুরি
পরের ধনে স্বর্গপুরী
ক'দিন বাদেই ঘোরায় ছুরি
চোরের যখন সিনাজুরি
মর্ত্য তখন পাতালপুরী!

0 মন্তব্যসমূহ