লাল সবুজের পতাকা
চিত্তরঞ্জন সাহা চিতু
আকাশ সেদিন ক্যামন ছিলো
খোকার প্রশ্ন মাকে,
বাবা নেই তবু বইগুলো সব
ঠিকই রয়েছে তাকে।
চশমা এখন কেবল স্মৃতি
ঘরখানা শুধু ফাকা,
উঁই ধরেছে সেই ছবিতে
বাবার হাতে যা আঁকা।
সেতারের তার বাজে নাতো আর
কেবল নীরব থাকে,
করুণ শোকে বুকের মাঝে
মেখখানা শুধু ডাকে।
খোকার প্রশ্ন বাবা কেন নেই
মাগো তুমি আজ বলো,
ডিসেম্বরের মাসটা এলে
চোখকেন ছলো ছলো।
বাবা আসবে হৃদয় জুড়ে
তোমার মুখে শুনি,
দিনের পরে মাস চলে যায়
কত যে বছর গুনি।
তোমার দু'চোখে কেবলি দেখি
যেন শোকের ছায়া,
বাবার গল্প শুনে শুনে আজ
জমেছে হৃদয়ে মায়া।
যতই গল্প শুনাও মাগো
আসবে না বাবা ফিরে,
লাল সবুজের ঐ পতাকায়
রয়েছে আজও ঘিরে।

0 মন্তব্যসমূহ