লাল গোলাপের বোঁটায়
শিমুল পলাশ অশোক বনে
আগুন আগুন সাজ
আমার ভায়ের খুনে ওরা
লাল হয়েছে আজ ।
নানা লোভের টানে তারা
থামেনি মাঝ পথে,
মায়ের ভাষার জন্যই প্রাণ
দিয়েছে রাজপথে।
ইতিহাসের পাতায় পাতায়
তাদের দেখা পাই
সালাম রফিক বরকতেরা
কেউ মরেনি ভাই।
আছেন তাঁরা সবার বুকে
মনের মণিকোঠায়
শিশির ভেজা গাঁদা ফুলে
লাল গোলাপের বোঁটায় ।

0 মন্তব্যসমূহ