তেল
সুমন শামস
হরপ্রসাদ শাস্ত্রী মশাই
ঠিক বলেছেন ঠিক
তৈল হলো খাঁটি জিনিস
সবাই চিনে নিক।
বাংলাদেশে এমন তেলের
খুব চাহিদা ভাই
চলুন শুনি তেল সমাচার
একেক করে তাই।
আমরা যেমন স্নেহ করি
পরস্পরকে খুব
এটা হলো নামান্তরে
তেলেই দেয়া ডুব।
ভক্তি প্রণয় শ্রদ্ধা বিনয়
সবই তেলের নাম
কাজ বাগাতে এই তেলে হয়
তেলেসমাতি কাম।
এই জগতে তেলই হলো
সর্বশক্তিমান
আসুন করি সমস্বরে
তেলের গুণগান।
তেল না হলে প্রদীপ জ্বলে?
রান্নাতে হয় স্বাদ?
তেলে খোলে ভাগ্যটা যে
তেল হলো সুখচাঁদ।

0 মন্তব্যসমূহ