হাসি সমাচার
জালাল জাবির
অনেক রকম হাসি আছে
হাসির অনেক প্রকার,
কেউ হাসলে ফুল ঝরে যায়
কাউকে লাগে জোকার।
কেউ বা হাসে ওট্টোহাসি
কেউবা খিল্লি হাসে,
একেক জনে একেক রকম
হাসি ভালোবাসে।
কেউবা হাসে জোরে আবার
কেউবা মৃদু স্বরে
কারো হাসি হাওয়ায় ভেসে
শব্দ দূষণ করে।
তবে...
শত মানুষ শত মুখে
শত হাসি ঘেরা,
মুচকি হাসি সবসময়ই
সব হাসিদের সেরা।

0 মন্তব্যসমূহ