ঈমান রাখো
ঈমান রাখো রবের ওপর
পাক কালামের তরে
ঈমান রাখো নবীর হাদিস
এবং নবীর 'পরে।
ইর্ষাকাতর হয়েও নাকো
কারো ভালো কাজে,
ইচ্ছে থাকলে উপায় হবে
শত বাঁধার মাঝে।
ঈমান রাখো তাজা এবং
সত্যের বীজ বোনো,
ইপ্সাকারীর সাথে আপোষ
করবে না কক্ষনো।
ইঁচড়েপাকা মানুষ যে জন
মিলেবে না তাঁর সাথে,
ইচড় পাচড় মানুষ জড়ায়
বিভেদ বা সংঘাতে।

0 মন্তব্যসমূহ