চাঁদের বুড়ি দিল উঁকি
চাঁদের বুড়ি
কাজের ফাঁকে
দিলো যখন উঁকি—
ঠিক তখনই
বুড়িকে যে
দেখতে পেল খুকি।
বলল খুকি—
ও বুড়িমা
আমার কাছে আসো—
আমার পাশে
বসে তুমি
মন খুলে তো হাসো।
আমার পাশে
বসে তুমি
চুন দিয়ে পান খেয়ো—
রাজা-রানির
গল্প বলে
চাঁদের দেশে যেও।
চাঁদের বুড়ি
বলল তখন
একটু মুচকি হেসে—
তোমার সাথে
গল্প করতে
যাব কাজের শেষে।

0 মন্তব্যসমূহ