দোয়ার প্যাকেজ
আজব জবর একটা খবর
শুনুন সবাই এসে
পাসের জন্য দোয়ার প্যাকেজ
চলছে সারাদেশে।
কোন প্যাকেজে আপনি খুশি
কোনটা নিবেন বলুন
মোলবী সাহেব রেডি আছেন
আমার সাথে চলুন।
আপনি কি ভাই পরীক্ষার্থী
এসএসসি বা ইন্টার
পড়াশোনা হয়নি কিছু,
কারণ তো নেই চিন্তার।
পরীক্ষাতে পাসের জন্য
দুই রকমের দোয়া
একটা নিলেই পাস করাটা
ছেলে হাতের মোয়া।
কোন দোয়াটা নিবেন বলুন;
স্বাভাবিক, না কান্না
মোলবী সাহেব হাত তুলেছেন,
দয়া করে যান না।
একটা কথা বলে রাখি
ডিসকাউন্টও আছে
তবে সেটা মেয়ে হলে,
আসুন তো ভাই কাছে।
কথা হলো, সুলভ মূল্য
দেড়শ এবং আড়াই
দোয়া একটু ধরে দিবো
বাড়তি মূল্য ছাড়াই।
দিন তো আগে টাকাটা ভাই,
খাতায় রাখি তুলে
কাজ ফুরালে যাবেন আবার
টাকার কথা ভুলে।

0 মন্তব্যসমূহ