সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

মনিরুজ্জামান মনিরের ছড়া

 

 

 

 

 

 

শীতের পাখি


শীত এলে
           আসে পাখি
এসে করে
             ডাকাডাকি।
এইদেশ
            এইখানে।
পাখিদের
            গানে গানে
মুখরিত
            হয় যে
নিজ দেশে
                 থাকে না
প্রাণ খুলে
                ডাকে না।
তুষারের
           ভয় যে।
হাজারো
           বিল ঝিল
খালি নাই
            এক তিল।
ভালোবাসে
              দেশটা
আসুক আরো
              ঝাঁকে ঝাঁকে
ওরা যেন
            ভালো থাকে
করি সেই
                  চেষ্টা ।


 

 

মনিরুজামান মনির
আগ জন্তিহার, ফরিদপুর, পাবনা।০১৭২১৮৪৯৮১৮

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ