শীতের পাখি
শীত এলে
আসে পাখি
এসে করে
ডাকাডাকি।
এইদেশ
এইখানে।
পাখিদের
গানে গানে
মুখরিত
হয় যে
নিজ দেশে
থাকে না
প্রাণ খুলে
ডাকে না।
তুষারের
ভয় যে।
হাজারো
বিল ঝিল
খালি নাই
এক তিল।
ভালোবাসে
দেশটা
আসুক আরো
ঝাঁকে ঝাঁকে
ওরা যেন
ভালো থাকে
করি সেই
চেষ্টা ।
মনিরুজামান মনির
আগ জন্তিহার, ফরিদপুর, পাবনা।০১৭২১৮৪৯৮১৮

0 মন্তব্যসমূহ