সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

আলমগীর কবিরের ছড়া 

 

 

 

 

 

 

 

 

 হাতে বসুক প্রজাপতি 

 গোলাপ কুঁড়ি ভেবে 

 

আজকে আমি রোদ কুড়াবো 
 আজ অবসর মেলা,
 আমায় ঘিরে দল ফড়িঙের
 করতে থাকুক খেলা।
 
হাতে বসুক প্রজাপতি 
 গোলাপ কুঁড়ি ভেবে,
 ছুটতে ছুটতে রূপাল নদী
 বন্ধু করে নেবে! 
 
স্বপ্নগুলো যাক হয়ে যাক 
 রঙিন রঙিন ঘুড়ি,
 আলোর আকাশ করব আপন
 থাক না যতো দূরই। 
 
ফুল হয়ে যাই কিংবা পাখি
 কেউ করো না মানা,
 পাহাড় নদীর সাথে হবে
 নতুন করে জানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ