একদিন আমি ও রাসেল
একটা
ছোট্ট
সাইকেল নিয়ে
ঘুরছিলো একা একা,
ধানমণ্ডির বত্রিশে
গিয়ে
রাসেলের সাথে দেখা।
এলো মেলো চুল বাতাসের সাথে
করছিলো খুনসুটি,
বললো, খেলবে আমার সঙ্গে
আজকে আমার ছুটি।
ব্যাট বল আছে ঘরের মধ্যে
আনবো
এখন
বলো!
ওই
দূরে মাঠে আজকে আমরা
ক্রিকেট
খেলবো চলো।
খেলা
ভালোবাসি তার চেয়ে প্রিয়
শেখ রাসেলের সঙ্গ,
মাঠে নেমে পড়ি আমরা দুপুরে
আহ কী সবুজ বঙ্গ।
দুপুর
গড়িয়ে বিকেল নেমেছে
বিকেল গড়িয়ে সন্ধ্যে,
কমলা রঙের আকাশ মেতেছে
খুশি আর আনন্দে।
পাখি নীড়ে ফেরা সন্ধ্যে
বেলায়
মাঠ থেকে ফিরে আসছি,
আগামী কালের স্বপ্নটা
বুনে
দু`জনে খুব হাসছি।
আম্মা ডাকেন আম্মার
ডাকে
সাড়া দিতে গেছি যেই,
ঘুম ভেঙে গেছে।দেখি আমি একা।
রাসেলটা কাছে নেই।

0 মন্তব্যসমূহ