নাম তার খাদু
খায় বেশি দেখে তাই
নাম তার খাদু
এই নাম রেখেছিল
পেট মোটা দাদু।
ভাত খায় বারো থালা
তরকারি চার
তরকারি আইটেম
হরেক প্রকার।
খেয়ে খেয়ে বানিয়েছে
ইয়া বড় ভুঁড়ি
খাবারেতে ডিম লাগে
দিনে দুই কুড়ি।
বোয়াল মাছের মাথা
নিমিষেই শেষ
মাছভাত পেটেপুরে
খায় সন্দেশ।
দাদু বলে– থাকিস তো
খাদকের দলে
এতো বেশি খাবি যেন
হাতিরাও জ্বলে।

0 মন্তব্যসমূহ