পাখির নামে নাম
মিষ্টি মুখের চঞ্চলা এক
পাখির নামে নাম মেয়েটির
ময়না;
মা দিয়েছেন বকা তাকে
মায়ের সাথে তাই কথা সে
কয় না ।
জল এসে যায় চোখে খুকির
মা ডেকে কয়, চন্দ্রমুখীর
বললে কিছু প্রাণে কেন
সয় না!
তুই যে আমার মিষ্টি মেয়ে,
আমার চোখের দৃষ্টি মেয়ে,
আমার মেয়ের মতো মিষ্টি
হয় না!
মায়ের আদর পেলো খুকি,
নিজকে তখন ভাবে সুখী,
অভিমানের মেঘ মনে আর
রয় না।

0 মন্তব্যসমূহ