সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

মাসুম আওয়ালের দুটি ছড়া

 ফুল ও মৌমাছি
 
মৌমাছিরা ফুল বাগানে উড়ছিলো সব গান ধরে
সুরে সুরে বলছিলো হে নতুন গীতি বান্ধরে
ফুল বললো মৌমাছিকে
ডাক না তোদের বৌ মাছিকে
নইলে সবাই থাক দাড়িয়ে হাওয়ার উপর কান ধরে।
 
শ ত্রু
 
দেশটাকে আর চাই না আমরা নাচাতে
সবাই চায় এ দেশটাকে বাঁচাতে
দেশের যতো শত্রু আছে
যতই চড়ুক লম্বা গাছে
নামিয়ে ওদের ভরবো ধরে খাঁচাতে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ