বৃষ্টি ভেজা দস্যি বিকেল
আমায় কেবল বনের পাখির
মন হারানো সুর ডাকে,
বৃষ্টি ভেজা দস্যি বিকেল
ছেলেবেলাপুর ডাকে।
মাগো তুমি জানতে কী চাও
মন খারাপের কারণ কী?
জলের ফোঁটা দেখব ছুঁয়ে
তাতে আছে বারণ কী?
ফুলের কুঁড়ি চোখ মেলে চায়
ভেজা পাখির শিষটিতে,
খেলছে দুটি হাঁসের ছানা
কী আনন্দে বৃষ্টিতে!
বৃষ্টি জলে করতে খেলা
আমার আছে কী মানা,
আমার আকাশ ছোট্ট কেন
পাই খুঁজে তার সীমানা!

0 মন্তব্যসমূহ