সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

সুমন শামসের ছড়া


 

 

 

 

 

 

 

খোকার বিয়ে


খোকা তোকে বিয়ে দিব 

কনে দেখা শেষ, 

এই নিয়ে তোর মা'

কী যে কায়ক্লেশ

 

সাত হাড়ি রান্নাতে

ঘর মউ মউ,

বুক ভরা স্বপ্নতে

ঘরে নিবে বউ

 

বউ এলে তার নাকি

ঘুচে যাবে দুখ,

এই সুখে তোর মা'

হাসে চাঁদ মুখ।

 

বউ পেয়ে খোকা তুই

মাকে ভুলে যাবি?

কখনো না কখনো না

 তোর কাছে দাবি।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ