জুঁইয়ের অভিমান
জুঁইয়ের মামা ঢাকায় থাকেন
জনপ্রিয় কবি,
তারার মতো জ্বলজ্বলে নাম
রবিন হাসান রবি ।
জুঁইয়ের কাছে পাঠিয়েছেন
হলুদ খামে চিঠি,
চিঠি পেয়ে জুঁই মণিটা
হাসছে মিটিমিটি ।
কি লিখেছেন পড়তে গিয়ে
মুখটা হলো ভারি,
মাকে ডেকে বলল মাগো
মামার সাথে আড়ি!
মা বললেন ভাইটি আমার
কি করেছে শুনি?
জুঁই বলে, মা জানি মামা
লেখক মানুষ,গুণী ।
এই যে দেখো জুঁই লিখেছেন
চন্দ্রবিন্দু ছাড়া ,
জুঁইয়ের চোখে তাই তো ঝরে
অভিমানের ধারা ।
--
আলমগীর কবির
শিকদার মার্কেট ,মণিপুর,
ডাকঘর - মির্জাপুর
গাজীপুর সদর, গাজীপুর ।
মোবাইল নং-০১৭২২ ৯৭২৮৯২

0 মন্তব্যসমূহ