সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

জালাল জাবিরের ছড়া

 








 

কোথায় গেলো 


কোথায় গেলো পুরোনো সেই 

রঙিন রসের স্মৃতি,

কোথায় গেলো সমাজ থেকে

 প্রেম-মমতা প্রীতি।

 

কোথায় গেলো মনের থেকে

 নিরেট ভালোবাসা,

 কোথায় গেলো মুখের থেকে

 সহজ সরল ভাষা।

 

কোথায় গেলো ধনী-গরীব 

একই সাথে চলা,

সবার সুরে সুর মিলিয়ে 

মনের কথা বলা।

 

 স্মৃতির পাতায় আজকেও সেই

 দিনগুলোকে খুঁজি, 

 মনে পড়ে সে সব স্মৃতি 

 চোখটা যখন বুজি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ