জেগেছিল এই দেশ
হাত তুলে ডাক দিল
এসো ভাই জনতা
কেড়ে নিতে হবে আজ
পাকিদের ক্ষমতা।
শাসনের নামে গড়ে
শোষনের রাজ্য
দেশ থেকে তাদেরকে
করবই ত্যাজ্য।
মুজিবের সেই ডাকে
জেগেছিল এই দেশ
বর্বর পাকিরা
ভেগেছিল শেষমেষ।
জেগেছিল এই দেশ
হাত তুলে ডাক দিল
এসো ভাই জনতা
কেড়ে নিতে হবে আজ
পাকিদের ক্ষমতা।
শাসনের নামে গড়ে
শোষনের রাজ্য
দেশ থেকে তাদেরকে
করবই ত্যাজ্য।
মুজিবের সেই ডাকে
জেগেছিল এই দেশ
বর্বর পাকিরা
ভেগেছিল শেষমেষ।
0 মন্তব্যসমূহ