বৃত্তাবদ্ধ মন
প্রতিদিনই বিকেল হলে
বন্ধুরা যায় সদলবলে মস্ত খেলার মাঠে
আমার
তখন
একাএকা
বন্দি
সময়
কাটে
একলা
বসে
পড়ার
ঘরে
বইয়ের
পাতা
ধরে
ধরে
ব্যস্ত
থাকি
পাঠে।
মুরুব্বিদের হুকুম
কড়া
সবার
আগে
লেখাপড়া খেলাধুলা পরে
তাই
অসহায়
হয়ে
বড়
একলা
আমি
জড়সড়
বন্দি
থাকি
ঘরে
অল্পখানি খেলতে
শুধু
মনটা
কেঁদে
মরে।
অনেক
বড়
মানুষ
হতে
নাম
কামাতে
ভবিষ্যতে লেখাপড়া লাগে
এসব
কথা
মেনে
শেষে
খুব
মেধাবী
ছাত্র
বেশে
পড়ি
আগে
আগে
অনেক
বড়
ফলাফলও
জুটল
এসে
ভাগে।
কিন্তু
বলি
একটি
কথা
মনের
ভেতর
বিষণ্নতা বাঁধল এসে
ঘর
নিজকে
লাগে
ছন্নছাড়া খুব বেশি
বর্বর
খেলাধুলায়, বিনোদনে মন দিইনি
তাই
বৃত্তাবদ্ধ মনে
আমার
মানবতাই নাই।

0 মন্তব্যসমূহ