সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

কাশীনাথ মজুমদার পিংকুর ছড়া



থাকবে ভালো আরও 


দুচোখ মেলে দেখতে মানা 
নতুন কিছু শেখতে মানা
সকল কথা শুনতে মানা
প্রাপ্তি হিসাব গুনতে মানা
উচিৎ কথা বলতে মানা
ন্যায়ের পথে চলতে মানা
সত্যকথা জানতে মানা
নিয়ম-নীতি মানতে মানা
ভালো- মন্দ বাসতে মানা
হাসি পেলে হাসতে মানা
দুঃখ পেলে কাঁদতে মানা 
আশার ঘরও বাঁধতে মানা- 
  
এসব যদি পারো
থাকবে ভালো আরও।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ