থাকবে ভালো আরও
দুচোখ মেলে দেখতে মানা
নতুন কিছু শেখতে মানা
সকল কথা শুনতে মানা
প্রাপ্তি হিসাব গুনতে মানা
উচিৎ কথা বলতে মানা
ন্যায়ের পথে চলতে মানা
সত্যকথা জানতে মানা
নিয়ম-নীতি মানতে মানা
ভালো- মন্দ বাসতে মানা
হাসি পেলে হাসতে মানা
দুঃখ পেলে কাঁদতে মানা
আশার ঘরও বাঁধতে মানা-
এসব যদি পারো
থাকবে ভালো আরও।

0 মন্তব্যসমূহ